কোম্পানির ইতিহাস
আগেকার দিনের গুরুজনেরা বলতেন নাড়ি পুতা জমি কখনো ছাড়িসনা। এই কথাটা আমার মনে গেথে গেছে। তারি ধারাবাহিকতায় Agro Tortoise এর যাত্রা শুরু আজ থেকে ৪ বছর আগে। যখন করোনা মহামারীতে সারা বিশ্ব ঘরের মাঝে বন্দি। তখনি মহামারী পরবর্তী দুর্ভিক্ষের সম্ভাবনার কথা চিন্তা করে আমাদের কোম্পানির যাত্রা শুরু হয়। সেই সময় Mum Tasin এর মাথা থেকে বের হয় বীজ সংরক্ষণের চিন্তা। যেই চিন্তা সেই কাজ। প্রায় ১২ কেজি বীজ সংরক্ষণ করা হয় বিভিন্ন জাতের সবজি আর শস্য দানার। মাঠের পুরো শ্রমটা দেয় Md. Mesbahul Islam। সাফল্য হিসেবে আসে লাভবান উচ্চ মূল্যমানের সবজি চাষের অভিজ্ঞতা। আর দৃঢ় মনবল নিয়ে তার পরের বছর থেকে বিভিন্ন ধরনের ফসলের পরিক্ষামুলক চাষ। গত ১৪ মাস ধরে বানিজ্যিক আকারে উচ্চ মূল্যের সবজির পাশাপাশি মাছ,মাংস, শস্য দানা, সহ বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসতেছে আমাদের প্রতিষ্ঠান। বাংলাদেশের যে কেউই এখন চাইলে আমাদের প্রতিষ্ঠানের প্রজেক্ট গুলোর সদস্য হতে পারবেন।
